সুখ দুঃখের বৃত্তে
সুরজিৎ কোলে
সুখ বলে আসছি,
দুঃখ বলে আয়,
দুজনার দেখা হবে,
সেই বিদায় বেলায়।
সময় বলে আমি,
সবার চেয়ে দামী
জীবনটা ঘিরে আছে,
সুখ,দুঃখের বেড়া,
মৃত্যু বলে আসবো শেষে,
ধৈর্য্য ধরে দাঁড়া।
এভাবে চলতে থাকে জীবন ধারাপাত।
সকলে মিলে একাকার হই
ভুলে জাতপাত।
0 মন্তব্যসমূহ
Thanks for your comments.