বাগদেবীর আরাধনায়
সুরজিৎ কোলে
তুমি মা বিদ্যার দেবী , মাগো আমাদের দাও চেতনা,
তোমার আশীষে দূরীভূত হোক, থাকা যত বেদনা।
রাত জেগে প্যান্ডেল করি সবে,কেবল তোমারই প্রতীক্ষায়,
প্রকৃত মানুষ যেন হতে পারি মা, তোমার দেওয়া শিক্ষায়।
হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে, সবাই ঝলমলে সারাদিন,
নিজেকে সবাই সাজিয়ে নিয়েছে,মনের মতো রঙীন।
ছোট্ট খোকা যে পুরোহিতের কাছে,দেবে আজ হাতেখড়ি,
তিথি যেন পেরিয়ে না যায়, তাই করছে সে তাড়াতাড়ি।
তোমার বাহন হংস যে ,তোমার চরণতলে বসে,
পড়াশুনা যেন করতে পারি মা, সহজে অক্লেশে।
জীবনের প্রতিটি পরীক্ষায়,যেন করতে পারি পাশ,
যেন নিজের হাতে রাখতে পারি,নিজের মনের রাশ।
বিদ্যা,বুদ্ধি জ্ঞানের বর মাগো, চাইছি তোমার কাছে,
ঝুলি মোর পূর্ণ করো মা, তোমার কাছে যা আছে।
কৃপা করো মা জগৎ মানবে, জ্ঞানের আলো জ্বেলে,
জীবনকে করবো নিয়োজিত, দেশের মঙ্গলে।
তোমার আশীষে সারাজীবন যেন চলতে থাকে কলম,
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে, ধন্য হোক এই জনম।
তাইতো মা আজ তোমার কাছে, এই আমার মিনতি,
ছড়িয়ে দাও মা মহাবিশ্বে, তোমার জ্ঞানের জ্যোতি।
শিক্ষার আলো বিকশিত হোক, এটাই মোদের ইচ্ছা,
সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
0 মন্তব্যসমূহ
Thanks for your comments.