কবিতা - মন ভাঙা আয়না কলমে সুরজিৎ কোলে

 

 মন ভাঙা আয়না

সুরজিৎ কোলে


ব্যাথা দিয়ে চলে যাবে বলেই কি, ভালোবেসে ছিলে আমায়

তোমায় নিয়ে দেখা স্বপ্ন গুলো  ভেঙে আজ চুরমার হয়ে গেছে,

মনে পড়ে তোমার সাথে কাটানো,সেই সোনালী বিকেল গুলোর কথা?

নীল আকাশের নীচে দাঁড়িয়ে দেখা, সেই স্বপ্নগুলো মনে গাঁথা।

কত মধুর স্মৃতি বিলীন হয়ে গেছে আমার,বিস্মৃতির অতলে,

আজ আমি বড় একা, ভেঙে গেছে আমার মন,

নিজের বলে কেউ নেই, আমার আপনজন।

ফাগুনের গান আজ ভুলে গেছে পাখি,আজ আমি একা তীর বেঁধা পাখি,

এক জেগে থাকি, জীবনটা দিলো আমায় ফাঁকি।

আজকের এই পৃথিবীটা আমার কাছে লাগে বড়ই অচেনা,

সরল মনটি ঠকে গেছে আমার,মানুষকে ভালোবেসে,

কত রাত কেটেছে আমার বুকে গভীর কষ্ট নিয়ে,

শূন্যতায় ডুবে আছি আমি,ভালোবাসার কাঙাল হয়ে।

তোমার মাঝেই পেয়েছিলাম আমি সমস্ত সুখ খুঁজে,

তোমাকেই চেয়েছি চিরকাল আমি,সুখী হবো বলে।

তোমার পথ চেয়ে থাকতে থাকতে ,আমি আজ বড় ক্লান্ত,

জীবন পথে তোমায় খুঁজতে গিয়ে, আমি আজ যে অশান্ত।

তবুও আমি প্রতিদিন থাকি কেবল, তোমারই প্রতীক্ষায়,

তোমার দেওয়া কষ্টগুলো যে,কখনো ঘুমতে দেয় না আমায়।

এইতো কদিন আগেও ছিলে তুমি, আমার কত চেনা,

আজ তুমি আমার নয়, হয়ে গেছো,অন্য কারোর আপনা।

ভুল বুঝে চলে গেলে তুমি,আমি পথ আগলে দাঁড়াইনি,

আঘাত পেয়েছি ঠিকই, তবু তোমায় কষ্ট গুলো জানাইনি।

মনের আয়নায় চিড় ধরেছে, জানি জুড়বে না আর কোনোদিন,

মানসিক যন্ত্রণায় ছটপট করতে করতে, আমার মৃত্যু হবে একদিন।

যদি পারো সেদিন এসে দাঁড়িও, আমার চিতার পাশে

পারলে আমায় বিদায় জানিও তুমি,অশ্রু জলে ভেসে।

একটা ঘর বাঁধার স্বপ্ন নিয়ে, বেঁচে ছিলাম এতদিন,

সেই স্বপ্নের সলিল সমাধি ঘটালে তুমি,নিজহাতে  চিরদিন।

এই পৃথিবীতে কি তাহলে কি কেউ কারোর নয়?

প্রেম নামক কথাটি কি কেবলই, নিছকই অভিনয়?

তবুও বলে যাই শেষে,ভালোবাসার কাছে হারিনি আমি,

আমি হেরেছি তোমার ভালোবাসার অভিনয়ের কাছে,

তুমি আজ জিতে গেছো আমার সাথে ,ভালোবাসার অভিনয়ে,

আমি আজ হেরে গেছি ,তোমার প্রতারণার প্রণয়ে।

বলতে পারো তুমি,কোথায় গেলে পাই সেই শর্তহীন ভালোবাসা,

যেখানে থাকবে  পাশে থাকার আশ্বাস ও জীবন গড়ার নতুন  আশা।

তবুও শেষে বলে যাই আমি,চিরজীবন সুখী তুমি থেকো,

তোমার সাজানো নতুন সংসারে, সবাইকে ভালো রেখো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close