প্রজাতন্ত্র দিবসের আলোকে কলমে সুরজিৎ কোলে

 


প্রজাতন্ত্র দিবসের আলোকে

সুরজিৎ কোলে


নব আলোকে নতুন বছর কাটুক  ভালো,এটাই মোদের ইচ্ছা,
সকল গর্বিত ভারতবাসীকে জানাই ,প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
দেশকে ভালবেসে যাবো মোরা, আমৃত্যু পর্যন্ত,
সকলে মিলে টিকিয়ে রাখবো, দেশের গণতন্ত্র।
আমাদের নীতি,ঐতিহ্য আর আইন কে করবো সমৃদ্ধ,
প্রতিটি ভারতবাসী মোরা সকলে থাকবো ঐক্যবদ্ধ।
শত শহীদের রক্ত বলিদানে, স্বাধীন হয়েছি আমরা।
কত শহীদের প্রাণ গিয়েছে,ব্রিটিশের গুলিতে ঝাঁঝরা।
একশো ত্রিশ কোটি ভারতবাসী সকলে থাকবো বন্ধনে,
একে অপরের সাথে আত্মীয়তা ও প্রেমের আলিঙ্গনে।
ভারতের সংবিধান আমাদের কাছে জেনো গীতার সমান,
তাই আমরা প্রতিটি ভারতবাসী তাকে করি প্রণাম ও সন্মান।
স্বাধীনতার প্রদীপ জ্বলেছে, কত প্রাণ নিভিয়ে,
দেশকে মোরা রক্ষা করবো, শত্রুর হাত থেকে বাঁচিয়ে।
শান্তি, ত্যাগ ,অহিংসার পূজারী আমরা ভারতবাসী,
সুখ,দুঃখে সকলে আমরা থাকবো পাশাপাশি।
আমাদের মনে থাকুক ,শুধু প্রেম ও প্রীতি,
এটাই হোক মূলমন্ত্র আর জাতীয় সংহতি।
সকল ভারতবাসী মোরা, কখনও ভুলে না যাই,
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।
চলো আজ সকলে মিলে এই শপথ গ্রহণ করি,
দেশের সন্মান ক্ষুন্ন হয়,এমন কাজ কভু না করি।
আজকের দিনটা বড়ই মহান, আমাদের সকলের কাছে,
তাইতো হয় কুচকাওয়াজ দিল্লির রাজপথে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close