শীতের আমেজ
সুরজিৎ কোলে
শীতের আমেজ গায়ে মেখে, ঘুরছি সারাদিন,
শীতকালেতে মনটা আমার, হয় যে বেদুইন।
সূর্যের আলো কানে কানে,এসে বলে গেল,
ভোর হয়েছে এবার তোমার ,আঁখি দুটি খোলো।
শীতের সকাল মানেই, কুয়াশার চাদরে ঘেরা,
জয়নগরের মোয়া ই হলো, সবথেকে সেরা।
শিশির ভরা নতুন সকালে, ভিজেছে সবুজ ঘাস,
পিঠা পুলির উৎসব নিয়ে ,হাজির পৌষ মাস।
এক ফোঁটা শিশির বিন্দু, সবুজ পাতার ফাঁকে,
কুয়াশা কটিয়ে সূর্য বলে,দেখতে আসছি তোকে।
শিউরে উঠি যখন শীত ,আমার শরীর ছুঁয়ে যায়,
চারিদিক সব গেছে ঢেকে , হিমেল কুয়াশায়।
শীতকালে আগুন পোহানোর, আলাদা এক মজা,
শীতকালে দারুন লাগে, গরম বেগুন ভাজা।
শীতকাল মানে বারংবার, চায়ে চুমুক দেওয়া,
শীতকাল মানে সদলবলে,পিকনিকেতে যাওয়া।
শীতকাল মানে বোরোলিন ,আর গায়ে জড়ানো শাল,
শীতকাল মানে হিমেল হাওয়ায়, সোনালী সকাল।
আজকে শীতে বড়ই আজ, মনে পড়ছে তাকে,
যে মেয়েটা জীর্ণ বস্ত্রে, দাঁড়িয়ে পথের বাঁকে।
ফুল ফুটেছে রাশি,রাশি, মনটা আমার বেজায় খুশি,
শীতের আমেজ মেখে গায়ে,শীতের কবিতা লিখতে বসি।
0 মন্তব্যসমূহ
Thanks for your comments.