নববর্ষের সংকল্প - কলমে সুরজিৎ কোলে

 

নববর্ষের সংকল্প

সুরজিৎ কোলে

বছর শেষে স্মৃতিগুলো, বললো ভালোবেসে,
একটি বছর অতিক্রান্ত, মনের ক্যানভাসে।
নববর্ষ বয়ে আনুক, অনেক,অনেক খুশি,
সেই খুশিতে ভরাবো হৃদয়, আমরা বিশ্ববাসী।
ঝড়,বৃষ্টির রাত কাটিয়ে,দেখবো নতুন আলো,
নববর্ষে ঘুচে যাক সব,অন্ধকারের কালো।
নতুন স্বপ্ন, আশা নিয়ে দেখবো নতুন ভোর,
এক নিমেষে কেটে যাবে সব ,দুঃস্বপ্নের ঘোর।
উদিত হোক নতুন সূর্য, মুছে যাক সব গ্লানি,
বন্ধ হোক ধৰ্ম যুদ্ধ আর প্রানের হানাহানি।
নববর্ষ মানে, আধার কাটিয়ে আলোয় ফেরা,
সবাই মিলে গড়ব পৃথিবী,ভালোবাসায় ঘেরা।
নববর্ষ নিয়ে আসুক ,একরাশ নতুন স্বপ্ন,
যেগুলো করেছি এতদিন,মনের কোণে যত্ন।
নতুন আলোকে ফুটে উঠুক,নতুন দিনের আশা,
সবাই মিলে বাঁধবো যে তাই,নতুন সুখের বাসা।
মহামারী কাটিয়ে আবার, উঠে দাঁড়াও পৃথিবী,
আবার আমরা দেখতে চাই,পৃথিবীর চেনা ছবি।
নতুন বছর আলোকিত হোক,নতুন সূর্যালোকে,
নতুন আশা জাগরিত হোক,এই পৃথিবীর বুকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close