স্মৃতিতে ছোটবেলা - কলমে সুরজিৎ কোলে

স্মৃতিতে ছোটবেলা

সুরজিৎ কোলে


মনে পড়ে যায়,ছোটবেলার কত পুরানো সব স্মৃতি,
তাই আজ লিখতে বসেছি সেই জীবন গীতি।
রবিবার সকাল ৯টা ,টিভিতে চলতো মহাভারত,
টিভির সামনে বসে যেত সমগ্র ভু ভারত।
টিফিন বেলায় স্কুলের গেটে রকমারি কত খাবার,
মনের খুশিতে সেগুলো কিনে,সেরে নিতাম আহার।
শনি, রবিবার খুব শুনতাম রেডিওর অনুষ্ঠান,
নাটক, গল্প গান শুনে ভরে যেত মন প্রাণ।
বিশ্বকর্মা পুজোয় ওড়াতাম, কত রকমারী ঘুড়ি,
বিকেল বেলায় খেলার মাঠে, ছিল কত হুড়োহুড়ি।
লোডশেডিং হলে সন্ধ্যাবেলায়, মা জ্বালাতো হ্যারিকেন,
সন্ধ্যে হলেই বসতাম পড়তে সঙ্গে নিয়ে খাতা,পেন।
আজ যেখানে পাকাবাড়ি, সেটাই ছিল টালির চাল,
ছোটবেলা থেকেই প্রিয় আমার গরম লুচি আর ছোলার ডাল।
গরমের ছুটিতে দুপুর বেলা দেখতাম ছুটিছুটি,
বোনের সাথে সারাক্ষন ,করেছি কত খুনসুটি।
ছোটবেলায় বৃষ্টি মানে, নৌকা বানিয়ে  জলে ছাড়া,
Rainy Day,তাই স্কুল কামাই, নেই যাবার তাড়া।
শীতকালে পার্বণ মানে, মায়ের হাতের পিঠেপুলি,
খেয়েছি কত পায়েস, পিঠে আর সরুচাকলি।
ক্যামেরাতে রীল ভরে ,তুলতাম কত রঙের ছবি,
ছোটবেলাতে ছবি আঁকা ছিল, আমার প্রধান Hobby.
পরীক্ষায় কম পেলে, শুনেছি মায়ের বকাবকি,
এবার পড়া ছাড়িয়ে দেবো, দিলে পড়ায় ফাঁকি।
বিকেল গুলো কাটতো মাঠে,ফুটবল বা ক্রিকেট ব্যাটে,
প্রতি মঙ্গলবার মায়ের সাথে, জিনিস কিনতে যেতাম হাটে।
মায়ের মুখে শুনতাম কতো, অজানা ভূতের গল্প,
গল্প শুনে কখনো আবার, ভয় পেতাম অল্প স্বল্প।
বিকেল বেলার খাবার ছিল, দুধ আর বিস্কুট,
খাওয়া শেষ হলেই দিতাম ,খেলার মাঠে ছুট।
রথের দিনে আমার রথটা,মা দিতো সাজিয়ে,
রথ নিয়ে বের হতাম, কাসর ঘন্টা বাজিয়ে।
শীতের সময় পরেছি কতো ,মায়ের বোনা সোয়েটার,
মায়ের কাছে আবদার ছিল ,আলুভাজা আর পরোটার।
মেলায় গিয়ে বন্ধুর সাথে, নাগরদোলায় চড়া,
মেলায় গেলেই খেতাম আমি ,ফুচকা আর দইবড়া।
মনে হয় আবার হারিয়ে যাই, সেই দূর অজানায়,
যেখানে ফেলে আসা স্মৃতিগুলো,খুঁজলে পাওয়া যায়।
স্বপ্নের সেই ছোটবেলা, আসবে কি আর ফিরে?
কত আনন্দ,মজা ফূর্তি, ছিল জীবন ঘিরে।
ইচ্ছে আমার ছোটবেলাতে ,একবার ফিরে যাই,
ছোটবেলার সেই দিনগুলো, যদি একবার ফিরে পাই।
শৈশবকে আজ হারিয়ে ফেলেছি, খেলাগুলো আজ নেই,
মনের কোণে শুধু রয়েছে  জুড়ে, স্মৃতিগুলো সেই।
জীবনে ছিলো আবেগ জড়ানো,রকমারী সব খেলা,
বহু স্মৃতিতে ঘেরা আমার, সেই ছোটবেলা।
ছোটবেলা আজ উঁকি দিয়ে বলে,ওরে কেমন আছিস?
ছোটবেলার সেই সুখ স্মৃতি নিয়েই বাকি জীবনে বাঁচিস।
কিছু মুহূর্ত বেঁচে থাক একটি ক্ষনের তরে,
ছোটবেলার স্মৃতি রয়ে যায় মনে ,আবহমান কাল ধরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close