প্রকাশ হল- শারদীয়া সাহিত্যমেলা ১৪২৮(e-magazine) গুগল প্লে স্টোর থেকে পড়ুন

 

প্রকাশ হল- শারদীয়া সাহিত্যমেলা ১৪২৮ - গুগল প্লে থেকে পড়ুন 

সাহিত্যমেলা গ্রুপের প্রথম সম্মিলিত নিবেদন " শারদীয়া সাহিত্যমেলা ১৪২৮ '। সাহিত্যমেলার উদ্দেশ্য নতুন লেখক লেখিকাদের একটি বিশেষ জায়গা করে দেওয়া । সেই উদ্দেশ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অজস্র লেখক লেখিকার প্রয়াস তুলে ধরা হল এই ম্যাগাজিনে । 
এই ম্যাগাজিনের বিশেষত্ব হল ঃ- 
  1. বিখ্যাত লেখকদের সাথে নতুন লেখক দের সমীকরণ 
  2.  বিখ্যাত ম্যাগাজিনএর মতই  গল্প , কবিতা , ভ্রমন ও স্বাতন্ত্র বাংলা দিয়ে সাজানো হয়েছে ।
  3. বিখ্যাত সরকারী আধিকারিকের লেখা যেমন রয়েছে তেমনি রয়েছে এক দশ বছরের শিশুর লেখা ।
  4. স্বনাম ধন্য লেখকের লেখা । 
  5. প্রবাসী বাঙালির ভ্রমণ কাহিনী 
  6. পৌরাণিক গল্প 
  7. আরও অনেক কিছু 


যেসব বিখ্যাত লেখা এই ই-ম্যাগাজিনে প্রকাশিত হল তারা হলেন ঃ- 

  • Saptarshi Nag wbcs ( SDO , ISLAMPUR)
  • সুবীর মুখার্জি , Politisian , Dankuni
  • প্রলয় কুমার নাথ , ডিজিটাল মিডিয়ায় বিখ্যাত লেখক 
  • গায়ত্রী ঘোষ , RJ আকাশ বাণী 
  • সৌরভ রায় চৌধুরী , বাংলা কমিক্স কোম্পানি 
  • সোহেল রানা , বাংলাদেশ 

সকল কে আন্তত একটি করে কপি সংগ্রহ করার অনু রোধ করছি । 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close