কলকাতার প্রথম কফি হাউস
গায়ত্রী( কোহিনুর)
কফিহাউস, নাম টা শুনলেই মন নস্টালজিক হয়ে যায় তাই না।
কফিহাউস মানেই পরিচিত বই পাড়া। কফি হাউস মানে ধোঁয়া ওঠা ইনফিউশন সঙ্গে কাউন্টারে চারমিনার । ধুলোমাখা সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই কানে আসে জনতার স্বর। বিশাল হলঘরে ছড়িয়ে থাকা টেবিলের কোনটা তে গিটারের ঝর্না, কোনোটাতে বিতর্কের ঝড়। দোতলা পেরিয়ে তিনতলা এখানের পরিবেশ বেশ শান্ত। জায়গাটা অঘোষিত ভাবে কপোত কপোতীর জন্য নির্দিষ্ট।
এই সেই কফি হাউস। এই কফি হাউস জানে তোমার আমার প্রথম প্রেম, জানে গিটার কাঁধে ঘুরে বেড়ানো ছেলেটার স্ট্রাগল। জানে ভিড়ের বাঁকে হারিয়ে যাওয়া প্রেমের ব্যথা।
কিন্তু এ কলকাতার বুকে কেমন করে তৈরি হলো প্রথম কফি হাউস!! আমরা কি জানি সেই কফি হাউসের ইতিহাস .......
সময়টা অস্টাদশ শতক। কলকাতায় তখন পুরুদস্তুর সাহেবি হাওয়া। সে হাওয়ায় কোম্পানির তরুণ ছোঁড়াদের মন উরু উরু। তারা চায় একটু আড্ডা দিতে, আমোদ ফুর্তি করতে ইয়ার দোস্তদের সঙ্গে। কিন্তু করবে কোথায়??? জায়গা পায় না। তাদের মনের অবস্থা বুঝে উইলিয়াম পার্কস সাহেব উপর মহলে চিঠি লিখলেন। অনেক বিতর্কের ঝড় পেড়িয়ে অনুমতি মিলল। অনুমতি পাওয়া মাত্র উইলিয়াম সাহেব কিনে ফেললেন এক বিশাল বাগান বাড়ি। সেখানে 🏨 হোটেল হলো। নাম দেওয়া হলো লন্ডন হোটেল। এই হোটেলেরই একটা রুম ছেড়ে দেওয়া হলো কোম্পানির ছোঁরদের। নাম দেওয়া হলো ' কফি রুম '।
বিঃ দ্রঃ - লেখিকার নিজের Aladdin [Rongin Protidin] নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে । সেখানে তিনি নিয়মিত ভিডিও পোস্ট করে থাকেন। লেখিকার ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে দিলাম।
0 মন্তব্যসমূহ
Thanks for your comments.