সন্তোষ মিত্র স্কোয়ার - যে পার্ক আজও বয়ে চলেছে বাঙালি বিপ্লবীদের ইতিহাস .. লিখছেন গায়ত্রী( কোহিনুর)


সন্তোষ মিত্র স্কোয়ার - যে পার্ক আজও বয়ে চলেছে বাঙালি বিপ্লবীদের ইতিহাস ...

গায়ত্রী( কোহিনুর)

এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন....

মিত্র বাবুমশাইরা হেঁটে কলকাতা দেখেন ঠিকই, কখনও বা ট্রামে চড়েও দেখেন.....

শুধু বাবুমশাই কেন আমজনতা কলকাতা দেখে, কিন্তু এ কলকাতার আনাচে কানাচে র ইতিহাস কজনই বা জানে।

তেমনই এক অজানা ইতিহাস বহন করে চলেছে লেবুতলা পার্ক ওরফে সন্তোষ মিত্র স্কোয়ার। 

শিয়ালদহ সংলগ্ন এই পার্কে দুর্গা পূজার ঠাকুর দেখতে ভিড় জমায় আমজনতা। কিন্তু পার্কের নামকরনের ইতিহাস নিয়ে মাথা ঘামায় না কেউ খুব একটা।


কি সেই ইতিহাস আসুন এক নজরে দেখে নি। 

উত্তর কলকাতার বাসিন্দা বিপ্লবী সন্তোষ কুমার মিত্রের নামে এই পার্কের নাম রাখা হয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ার। বিপ্লবী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সন্তোষ মিত্র র সঙ্গে দেখা হয় গান্ধীজির।এরপরই একজন  সক্রিয় কর্মী হিসেবে  অসহযোগ আন্দোলনে যোগদান করেন তিনি। ১৯২২ সালে তিনি গড়ে তোলেন স্বরাজ সেবক সংঘ। এরপরের বছর  অর্থাৎ ১৯২৩ সালে আলিপুর বোমার মামলায় যুক্ত থাকার অভিযোগে বিপ্লবী সন্তোষ মিত্র কে গ্রেফতার করা হয়। কিন্তু উকিলের যুক্তির কাছে ধোপে টেকে না সে অভিযোগ। কাজেই সেবারের মত জেল থেকে ছাড়া পান তিনি। কিন্তু কিছুদিন পরই আবার তাকে গ্রেফতার করা হয়। পাঠানো হয় হিজলি ডিটেনশন ক্যাম্পে।

১৯৩১ সালের ১৬ ডিসেম্বর এই ক্যাম্পে বন্দী বিপ্লবীদের ওপর  নির্বিচারে গুলি চালায় পুলিশ।  শহীদ হন বাংলার ছেলে বিপ্লবী সন্তোষ কুমার মিত্র। 

এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথও।

এই শহীদের স্মৃতিতেই লেবুতলা এলাকার জেমস স্কোয়ার এর নাম বদলে রাখা হয় সন্তোষ মিত্র স্কোয়ার।


বিঃ দ্রঃ - লেখিকার নিজের Aladdin [Rongin Protidin] নামে  একটি ইউটিউব চ্যানেল রয়েছে । সেখানে তিনি নিয়মিত ভিডিও পোস্ট করে থাকেন। এই লেখাটির উপর একটি সুন্দর ভিডিও আছে , আপনারা চাইলে সেটি দেখতে পারেন । লিঙ্ক নিচে দিলাম। 

এই লিঙ্কে ক্লিক করুন -  https://youtu.be/pWHtjtdtB08


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close